জাতীয় ডেস্ক:
নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকার প্রার্থীর পক্ষে ভোট নিশ্চিত করতে ৪৯২ উপকারভোগীর খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড জব্দ করা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলুকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী-২ (সোনাইমুড়ী আংশিক ও সেনবাগ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুনের সই করা নোটিশে তাকে শোকজ করা হয়।
এ দিন বিকেলে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাবের নির্দেশ দেয়া হয়। তবে চেয়ারম্যান ব্যাখ্যার জন্য সময় নিয়েছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।
বুধবার সময় সংবাদে ‘নৌকায় ভোট দিলে সেই ৪৯২ কার্ড ফেরত দেবেন ইউপি চেয়ারম্যান’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ নিয়ে নোয়াখালীতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
জানা যায়, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কায় ভোট দিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন উপকারভোগীর কার্ড জব্দ করা হয়। কার্ডগুলো স্থানীয় মেম্বরদের মাধ্যমে সংগ্রহ করে নিজের কাছে রেখেছেন সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু।
এ ঘটনায় ১২ ডিসেম্বর বিকেলে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া।
শোকজের বিষয়ে অম্বর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু বলেন, প্রত্যেক ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড সংগ্রহ করে আমার কাছে রেখেছি। তবে কেন শোকজ করেছেন জানি না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন সময় সংবাদকে বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে অম্বনগর ইউনিয়নের চেয়ারম্যানকে লিখত জবাব দিতে বলেছি। তিনি বৃহস্পতিবার আমার অফিসে হাজির হয়ে লিখত জবাবের সময় নিয়েছেন।