হোম রাজনীতি সাদিক রেডকার্ড পেলেও শঙ্কা কাটেনি আওয়ামী লীগ প্রার্থী শামীমের

রাজনীতি ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আর এই রায়ের কারণে পাল্টে গেছে এই আসনে ভোটের পুরো হিসাব নিকাশ। নতুন হিসাবে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম। তবুও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হওয়ায় শঙ্কা কাটেনি তার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন। সাদিক আব্দুল্লাহ’র প্রার্থিতা বাতিল চেয়ে শামীম এই আপিল করেন। যদিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করতে পারবেন।

বরিশাল-৫ আসনটি মর্যাদার আসন হিসেবে ধরা হয়। আসটিতে বর্তমানে ভোটের মাঠে টিকে আছেন আওয়ামী লীগের জাহিদ ফারুক শামীম, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনসহ মোট ৭ জন প্রার্থী।

যেহেতু সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার প্রার্থিতা হারিয়েছেন এখন সেখানে নৌকার জয়ে প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন।

জানা গেছে, গত ১৫ বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত আছে সালাউদ্দিন রিপন। একটি ফাউন্ডেশন দিয়ে হাজার হাজার মানুষের সেবা দিয়েছেন তিনি। চক্ষু অপারেশনসহ বেশ কিছু রোগের ফ্রি ট্রিটমেন্ট করিয়েছেন বিনামূল্যে। ফলে ৫ আসনের সবগুলো ইউনিয়নে একছত্র রিজার্ভ ভোট আছে তার।

এদিকে আসনটির বর্তমান সাংসদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ২য় দফায় নৌকার টিকিট পেলেও চ্যালেঞ্জ ছুড়েছিলেন দলের মহানগরের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। দুই প্রার্থীর মাঠের শক্তিতে দৃশ্যত সাদিক এগিয়ে ছিলেন। তবে ক্লিন ইমেজের চাউর আছে শামীমের।

তবে ভোটের মাঠে এবার যেহেতু সাদিক আব্দুল্লাহ নেই। তাই জয়ের সম্ভাবনা দেখছেন রিপন অনুসারীরা।

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, গত ১৫ বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত আছি। আমার তৈরি একটি ফাউন্ডেশন দিয়ে হাজার হাজার মানুষের সেবা দেয়া হয়েছে। চক্ষু অপারেশনসহ বেশ কিছু রোগের ফ্রি ট্রিটমেন্ট করিয়েছি আমরা। আশা করি জনগণ সেগুলো মনে রাখবে এবং আমাদের পাশে থাকবে। দিনশেষে আমার জয় হবেই।

তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে নৌকার জয় হবে বলে দাবি শামীম অনুসারীদের। বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মামুন জানান, নৌকার জয় সুনিশ্চিত। কেউ নৌকার জয় আটকাতে পারবে না।

প্রার্থিতা বাতিলের খবরে হতাশা নেমেছে সাদিক শিবিরে। বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন জানান, উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন তারা।

তবে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশনের হেভিওয়েট নেতাদের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রশংসার দাবিদার। নিরপেক্ষ নির্বাচন এবং জনগণকে ভোট কেন্দ্রে ফেরাতে এমন সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে দাবি তাদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন