হোম রাজনীতি ৪০০ লোক নিয়ে নির্বাচনী সভা, উপমন্ত্রী শামীমকে শোকজ

রাজনীতি ডেস্ক:

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নড়িয়ার সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলামের সই করা নোটিশে বিষয়টি জানা যায়।

নোটিশ থেকে জানা যায়, নৌকার প্রার্থী এনামুল হক শামীমের বিরুদ্ধে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

৭ ডিসেম্বর সকালে এনামুল হক শামীম নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাঁসের কান্দি গ্রামে ৩০০-৪০০ জন লোক নিয়ে নির্বাচনী জনসভা করেছেন, যা নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগের সূত্র ধরে লিখিত ব্যাখ্যা চেয়ে তাকে নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন