হোম খুলনাসাতক্ষীরা শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বাধীনতা সংগ্রামে শহিদ সকল বুদ্ধিজীবিদের প্রতি পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশ্বাস অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশুসহ আরো অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন