হোম জাতীয় রেললাইন কেটে বগি ফেলে সরকার উৎখাতে নেমেছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক:

রাতের আঁধারে রেললাইন কেটে ট্রেনের বগি ফেলে একটি গোষ্ঠী সরকার উৎখাতে নেমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ পুড়িয়ে কোনো আন্দোলন হয় কিনা সেটা তার জানা নেই।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বিভৎস ঘটনা ঘটানো হচ্ছে দেশে। গাজীপুরে রাতের আঁধারে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেললাইন কেটে রেখেছে দুর্বৃত্তরা। মানে রেলের বগি ফেলে তারা সরকার উৎখাত করতে নেমেছে।’

‘মানুষের ওপর অত্যাচার করে এ আবার কোন আন্দোলন। মানুষ হত্যা করে তো সরকার উৎখাত করতে পারবে না। তাহলে দেশে তাদের রাজনীতিটা কোথায় গিয়ে ঠেকছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এ সময়ে এমন ধ্বংসযজ্ঞ করলে দেশ এগোবে কী করে,’ প্রশ্ন প্রধানমন্ত্রীর।

তিনি আরও বলেন, ‘যারা রেললাইন উপড়ে ফেলে মানুষ মেরে আন্দোলন করতে চায়, তাদের কোনো মনুষ্যত্ববোধ নেই। এদের কোনো ক্ষমা নেই, তাদের ছাড় দেয়া হবে না। এমন সহিংসতা প্রতিহত করতে জনগণকেই রুখে দাঁড়াতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো চেষ্টা করছি না আমরা। জনগণ যাকে ভোট দেবে, সেই দল ক্ষমতায় আসবে। যুদ্ধের খেলা শুরু হয়েছে বিশ্বে। কারও করুণায় চলবে না বাংলাদেশ, এটাই লক্ষ্য।

তিনি বলেন, ‘আমি ব্যবসা করতে ক্ষমতায় বসিনি। আমি ব্যবসায়ীদের দিয়ে দেশকে আত্মনির্ভরশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন হাওয়া ভবন নেই বলে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন