হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় রাস্তা সংষ্কারে ব্যাপক অনিয়ম, প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার কুলিয়া টু শাঁখরা কোমরপুর কার্পেটিং রাস্তা সংষ্কারে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজটি বন্ধ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে পারুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অধীনস্থ সংষ্কারাধীন ওই রাস্তাটির কিছু অংশ পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রকৌশলী সাইফ হাসান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম সহ স্থানীয় জনসাধারণ সেখানে উপস্থিত ছিলেন।

তথ্যমতে, সংষ্কারাধীন দেবহাটার কুলিয়া টু শাঁখরা কোমরপুর সড়কটিতে ঠিকাদার আমান উল্লাহ নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে আসছিলেন। বিষয়টি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানকে জানিয়ে সহযোগিতা চান স্থানীয়রা। এলাকাবাসির দাবির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে রাস্তার কাজে ভালো মানের ইট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের অনুরোধ জানান।

কিন্তু ঠিকাদার আমান উল্লাহ তাতে কর্নপাত না করে দেদারছে নিন্মমানের সামগ্রী দিয়ে সংষ্কার কাজ চালিয়ে আসছিলেন। মঙ্গলবার বাধ্য হয়ে এলাকাবাসি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।

পরিদর্শসকালে নেতৃবৃন্দ ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাস্তাটি সংষ্কারে ভালোমানের ইট সহ অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিতকরণ এবং সেপর্যন্ত চলমান সংষ্কার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন