হোম জাতীয় নিজ দেশে ফেরত গেলেন বান্দরবানে বন্দি নেপালি নাগরিক

জাতীয় ডেস্ক:

বান্দরবান জেলা কারাগারে বন্দি থাকা নেপালি নাগরিক অম্বর থাপা বুড়াকে (৪০) মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান কারা কর্তৃপক্ষ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন।

কারাকর্তৃপক্ষ জানায়, নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা অবৈধ অনুপ্রবেশ মামলায় অম্বর থাপা নামে নেপালি নাগরিক ৫ মাসের সাজা ভোগ করার পর ৮ আগস্ট তার সাজার মেয়াদ শেষ হলে আদালত তাকে মুক্তি দেন। কিন্তু বিদেশি নাগরিক হওয়ায় সাজার মেয়াদ শেষ হলেও গত ১০ আগস্ট থেকে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে স্বদেশ প্রত্যাবাসনের অপেক্ষায় কারাগারে ছিলেন তিনি।

মঙ্গলবার নেপালের ২য় সেক্রেটারি মি. ইয়োজনা বামজান এবং রাষ্ট্রদূতের সচিব মিস রিয়া সিয়াটরি কারাগার থেকে অম্বর থাপাকে গ্রহণ করে স্বদেশে পাঠান।

উল্লেখ্য, গত ২৮মার্চ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে নাইক্ষ্যংছড়ি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন