হোম রাজনীতি আওয়ামী লীগ দফতরের তথ্য চলে যাচ্ছে ফেসবুকে: ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগের দফতর থেকে তথ্য ফাঁস হয়ে যাচ্ছে উল্লেখ করে আরও সচেতন ও সতর্ক থাকার কথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দফতর বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দফতরের সদস্য সংখ্যা বাড়িয়ে লাভ নেই। দফতরের গোপনীয়তা রক্ষা করতে হবে। অনেকেই দফতরের কাগজ নিয়ে ফেসবুকে দিয়ে দেন, এতে গোপনীয়তা নষ্ট হয়।

ওবায়দুল কাদের বলেন, বিপ্লব বড়ুয়ার দফতরে অনেক লোক থাকে। দফতরে থাকতে হবে শৃঙ্খলা। শৃঙ্খলা না থাকলে গোপনীয়তা থাকবে না।

কমিটির পরিধি না বাড়িয়ে বিশ্বাসযোগ্য ও পরীক্ষিত কর্মী নিলে দফতরের উপকার হবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ নির্বাচন সম্মানের সঙ্গে জেতা আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিএনপির নির্বাচনে অংশ না নেয়া নিয়ে যে আলোচনা, ভোটার উপস্থিতি দিয়ে তার জবাব দিতে হবে।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষের আগ্রাসী অবস্থানের বিপক্ষে আওয়ামী লীগের শক্ত অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন