হোম অর্থ ও বাণিজ্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ফের বন্ধ

বাণিজ্য ডেস্ক:

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে অষ্টম বারের মতো বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হলো।

এদিকে হঠাৎ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর।

রামপাল কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করার চেষ্টা করছে।

তবে এ বিষয়ে বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয় ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন