বাণিজ্য ডেস্ক:
রাঙ্গামাটিতে অস্বাভাবিক দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের বনরূপা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুই পেঁয়াজ ব্যবসায়ী গুদামে অভিযান চালিয়ে পেঁয়াজ পাওয়া যায়। এ সময় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জেয়ারদার, কৃষি বিপণন কর্মকর্তা মো. সেলিম মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জেয়ারদার জানান, ভারতের হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ১১০ টাকার পেঁয়াজের হঠাৎ একদিনের একলাফে ২০০ টাকা ছাড়িয়ে যায়। এতে সাধারণ ভোক্তাদের মনে দেখা দিয়েছিল চরম উৎকণ্ঠা। তাই বাজার নিয়ন্ত্রণ করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ মজুদ থাকার পরও তারা দাম বাড়িয়েছেন। তাই ব্যবসায়ী মো. রাসেলকে ১০ হাজার এবং মো. আমির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুরনো পেঁয়াজ আগের দামে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। নতুন পেঁয়াজ নতুন দামে বিক্রি করবেন ব্যবসায়ীরা। বাজার দর নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।