কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় সংসদ আসন ২৫৩ কুমিল্লা – ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেন চেয়ারম্যানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।এসময় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন চেয়ারম্যান বলেন, এবারের বিএনপি নির্বাচনে এলে আরও বেশি উৎসবমুখর পরিবেশে ও কোয়ালিফায়েড নির্বাচনটা হতো।
তিনি আরও বলেন, নির্বাচনপরবর্তী সময়ে বলা যাবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হয়, নির্বাচনি পরিবেশ ঠিক রাখা যাবে কিনা, নির্বাচন কমিশন কেমন কাজ করে, সব কিছু নির্ভর করছে এই নির্বাচনের ফলের ওপর। সরকার কীভাবে দেশ চালাবে, কতদিন চলবে এসব নির্ভর করছে নির্বাচন কেমন হচ্ছে।তিনি আবারও জোর দিয়ে বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন হবে না, আবার নির্বাচন হলে সরকার পড়ে যাবে সে রকমও পরিস্থিতিও দেখছি না।