হোম জাতীয় যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

জাতীয় ডেস্ক:

রাজবাড়ীর খানখানাপুর রেলওয়ে স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী খানখানাপুর রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমতি এক্সপ্রেস বেলা ১১টা ২০ মিনিটের দিকে খানখানাপুর স্টেশনে পৌছালে মানববন্ধনকারীরা ট্রেন আটকে রাখেন । ১০ মিনিট পর ১৫ দিনের আল্টিমেটাম ট্রেনটি ছেড়ে দেয় মানববন্ধনকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, ব্যবসায়ী পরিষদের রাকিবুল হাসান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান ফারুকসহ শতাধিক এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, খানখানাপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে বহু যাত্রী বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করেন। এজন্য এখানে মধুমতি ট্রেনের স্টপেজ প্রয়োজন।

রেল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। এর পরেও যদি মধ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেন খানখানাপুর রেল স্টেশনে স্টপেজ না দেয় তাহলে বৃহত্তর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, রাজবাড়ী হয়ে এখন ঢাকায় চারটি ট্রেন চলাচল করছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ীর পাঁচুরিয়া জংশন স্টেশনের পর ফরিদপুরের আমিরাবাদ স্টেশনে যাত্রা বিরতি দেয়। এর মাঝে রয়েছে রাজবাড়ীর খানখানাপুর স্টেশন। তবে সেখানে নকিশকাথা মেইল ট্রেনের যাত্রা বিরতি হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন