হোম রাজনীতি ‘কমিটিতে রাখার প্রতিশ্রুতিতে কর্মীদের দিয়ে অগ্নিসংযোগ করাচ্ছে বিএনপি’

রাজনীতি ডেস্ক:

কমিটিতে নাম ঢুকানোর প্রতিশ্রুতিতে সহযোগী সংগঠনের কর্মীদের দিয়ে অবরোধে যানবাহনের অগ্নিসংযোগ করিয়ে পরিকল্পিত নাশকতার ঘটনা ঘটাচ্ছে বিএনপির নেতারা। গত রোববার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের ডবলমুরিংয়ে ট্রাকে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টায় গ্রেফতার স্থানীয় স্বেচ্ছাসেবকদলের সক্রিয় কর্মী মো. সেলিম জসিম (৩২) পুলিশের কাছে প্রাথমিকভাবে একথা স্বীকার করে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর মনসুরাবাদে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান উপকমিশনার (বন্দর ও পশ্চিম) মো. আলী হোসেন। এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. সেলিম জসিমের বাড়ি ডবলমুরিং থানার পশ্চিম ঝর্ণা পাড়া এলাকায়। সে নগর স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী।

সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলী হোসেন বলেন, ‘গত ৩ ডিসেম্বর ডবলমুরিং থানার বারকোয়ার্টার পীর আলী শাহ মাজারের বিপরীতে হোসেন মঞ্জিলের পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ড্রাম ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়। মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আসামিদের ধরতে অভিযানে নামি। আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন একটি মোটরসাইকেলে করে দুইজন এসে ওই গাড়িতে আগুন দেয়। নিজেদের পরিচয় গোপন করতে তারা শরীরে চাদর ও মুখে মাস্ক পড়েছিল। পরে এক প্রত্যক্ষদর্শীর সহায়তায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বেচ্ছাসেবক দলের থানা কমিটিতে পদ পেতে সেলিম এ কাজ করেছে বলে জানিয়েছে। সেই গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই মোটরসাইকেল চালকের নাম জাহাঙ্গীর বলে সে জানায়। সেলিমের নামে এর আগেও ডবলমুরিং ও হালিশহর থানায় ২০১৮ সালের দুইটি নাশকতার মামলা আছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন