রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার পরই বিস্তারিত জানানো হবে, কার বিরুদ্ধে কে থাকবে। এজন্য কিছুটা সময় লাগবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ইস্কাটনের বাসায় মহাজোটের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন আমু।
আসন ভাগাভাগির ভার পাওয়া ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘কার বিরুদ্ধে কে থাকবে, সেটা টু আরলি টু ডিসকাস। তারপর জাতীয় পার্টির (জাপা) সঙ্গেও আসন সমঝোতা হবে। সমঝোতা হবে জোটের আসনে স্বতন্ত্রদের বিষয়েও। এরপর নেত্রীকে জানাবো। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।’
এবারও জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৪ দল অনেক পরীক্ষিত জোট। এটা আদর্শিক জোট, ভাগাভাগির জোট নয়। ফলে জোটবদ্ধ নির্বাচন নিয়ে কোন সমস্যা হবে না।
এদিকে ১৪ দলীয় জোট ২০টি আসনের প্রত্যাশা করছে- জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এই কথা প্রসঙ্গে জানতে চাইলে আমু এড়িয়ে যান। তিনি বলেন, কেউ ২০ আসন দাবি করেছে কি না, আমি জানি না।