হোম অন্যান্যসারাদেশ পাওনা টাকার দাবীতে কয়রা উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানব বন্ধন

পাওনা টাকার দাবীতে কয়রা উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানব বন্ধন

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

খুলনা অফিস :

জেলার কয়রা উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ না করায় গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা সদরের তিন রাস্তার মোড়ে ইমারত শ্রমিকরা পাওনা টাকা পরিশোধের দাবিতে মানব বন্ধন করেছে। মানব বন্ধন শেষে ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি আশরাফ হোসনে লিখিত অভিযোগে জানান, “শ্রমিকরা উপজেলা প্রকৌশলীর সরকারী বাসভবনে কাজ করে টাকা চাইলে তিনি টাকা না দিয়ে আমাদের ঘুরাচ্ছেন। সে জন্য আমরা পাওনা টাকা পরিশোধের দাবিতে মানব বন্ধন করেছি”।

উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমান বলেন, “শ্রমিকরা যে টাকার কাজ করেছে আমি সে টাকা দিতে চাইলে তারা নিতে রাজি হয়নি। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার সরদার বলেন, উপজেলা ইজ্ঞিনিয়ার কোন মানুষের মুল্যায়ন করনে না,তিনি আমার ইউনিয়নে যে কাজ করেছেন তা অত্যন্ত নিম্ম মানের।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, শ্রমিকরা ইজ্ঞিনিয়ারের কাছে টাকা পাবে মর্মে আমাকে জানালে আমি উপজেলা চেয়ারম্যান ও থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম বলেন, ইজ্ঞিনিয়ার বিষয়টি আমাকে জানালে আমি তাদের টাকা পরিশোধ করে দেওয়ার কথা বলি। কিন্তু তিনি সেটা পরিশোধ করেননি ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন