হোম রাজনীতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আসনে সবার মনোনয়ন বৈধ ঘোষণা

রাজনীতি ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ তার নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আসনে দাখিল করা ৭ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

বৈধ সব প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ডা. দীপু মনি, জাতীয় পার্টির মহসীন খান, স্বতন্ত্র প্রার্থী ডা. শামছুল হক ভূঁইয়া, মো. রেদওয়ান খান বোরহান, জাকের পার্টির কাউসার মোল্লা, ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মিজানুর রহমান।

এ সময় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন