হোম জাতীয় ‘পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন’

জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মানবাধিকার লঙ্ঘন নয় বরং তা সংরক্ষণ করাই পুলিশের কাজ।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিপ্লব সরকার বলেন, ‘কেউ যদি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা বাংলাদেশ পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে এটি হবে একটি ঢালাও মন্তব্য। এটি ভিত্তিহীন, অমূলক ও সর্বজনীনভাবে মিথ্যা অভিযোগ। বিশেষ উদ্দেশে অনেক সময় এ ধরনের অভিযোগ করা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘আমরা মানবাধিকার রক্ষায় সবসময় কাজ করি। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে আমরা তাকে নিরাপত্তা দিই। আমরা বরং মানবাধিকারকে সম্মান করি, রক্ষা করি।’

তিনি আরও বলেন, ‘পুলিশকে অভিযুক্ত করার জন্য কে কোথায় অভিযোগ করছে, পুলিশের মনোবল হ্রাস করার জন্য- সেটা তার অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ যদি কোনোকিছু করে সে বিষয়ে বাংলাদেশের মানুষ সচেতন রয়েছে। তারা বুঝতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা। মানুষ এখন আর আগের মতো নেই, আপনি বললেই বিশ্বাস করে ফেলবে তেমনটা কিন্তু নয়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন