হোম খেলাধুলা শান্তর শতকে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। সফরকারী কিউইদের চেয়ে ২০৫ রানে এগিয়ে রয়েছে টাইগাররা। তিন উইকেটে ২১২ তুলে তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২১২ সংগ্রহ করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

প্রথম টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ড চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ২৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয় ধুকতে থাকে স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে নিয়ে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন শান্ত। তাদের জুটিতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ব্যাক্তিগত ৪০ রানের মাথায় রান আউটে কাটা পড়েন মমিনুল হক।

চতুর্থ উইকেটে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে অপরাজিত ৯৬ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক তুলে নেন নাজমুল শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই্ বাঁহাতি ব্যাটার। ১৯২ বলের মোকাবিলায় ৯টি চারের সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন শান্ত।

তৃতীয় দিন শেষে হাতে ৭ উইকেট রেখে ২০৫ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামীকাল ১০৪ রানে শান্ত ও ৪৩ রান নিয়ে ব্যাটিং করতে নামবেন মুশফিকুর রহিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন