আন্তর্জাতিক ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে এক মেয়ের নাচের ভিডিও ভাইরাল হওয়ায় তাকে হত্যা করেছে পরিবারের সদস্যরা। পাকিস্তানের কোহিস্তান এলাকার কোলাই-পালাস এলাকায় এই ঘটনা ঘটেছে।
পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক ছেলের সঙ্গে ভুক্তভোগী মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়। পরে স্থানীয় পঞ্চায়েতের নির্দেশ ওই মেয়ের পরিবারের সদস্যরা তাকে খুন করে।
এ ঘটনায় আরেক মেয়েকেও হত্যার নির্দেশ দিয়েছিলেন স্থানীয়রা। তবে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে।
কোলাই-পালাসের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) মাসুদ খান বলেছেন, বুধবার (২২ নভেম্বর) নিহত মেয়েসহসহ দুজন মেয়ের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যে ভিডিওটির জন্য মেয়েটিকে হত্যা করা হয়েছে সেটি সম্পূর্ণ এডিট করা ছিল।
তিনি বলেন, পুলিশ এ ঘটনা তদন্ত করেছে। ভুক্তভোগীর পরিবারের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ভিডিওতে থাকা অপর মেয়েটি নিরাপদ আছে এবং তার জীবনের কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। ডিএসপি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এদিকে ভাইরাল ভিডিওতে ভুক্তভোগী মেয়ের সঙ্গে নাচা ছেলেটিও সহিংসতার ঘটনার পর গা ঢাকা দিয়েছে।
এর আগে ২০১১ সালে পাকিস্তানে এক পারিবারিক অনুষ্ঠানে নাচার ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয় পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী পাঁচ নারীকে হত্যা করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, এক পুরুষের নাচ দেখে হাততালি দিচ্ছিলেন ওই পাঁচ নারী। ভিডিওতে নাচতে থাকা ওই পুরুষের চার ভাইকেও পরে হত্যা করা হয়।