হোম রাজনীতি মনোনয়ন না পেয়ে কাঁদলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন

রাজনীতি ডেস্ক:

পরপর দুইবার আওয়ামী লীগের বিজয়ী সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় পাননি বর্তমান রাজশাহী-২ (পবা-মোহনপুর ) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র উত্তোলন করতে বুধবার (২৯ নভেম্বর) বেলা এগারটায় রাজশাহী পৌঁছান তিনি।

এদিকে তার রাজশাহী আসার খবর পেয়ে থেকেই শাহ মখদুম বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন হাজারো অনুসারী। বিমানবন্দর থেকে বের হতেই কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। নেতাকর্মীদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে দীর্ঘক্ষণ অঝোরে কাঁদেন আয়েন উদ্দিনও। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পরে রাজশাহী-নওগাঁ মহসড়কের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও পবা মোহনপুরের সংসদ আয়েন উদ্দিন।

ডাবলু সরকার বলেন, ‘আমি নিজেও চেয়ে মনোনয়ন পায়নি। তাতে কিছু যায় আসে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।’

কান্না ভেজা কণ্ঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, ‘আপনাদের এই ভালোবাসা আমার পথ চলার পাথেয়। জনগণই আমার শক্তি। আমি যেকোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছি।’

দুপুরে আয়েন উদ্দিনের পক্ষে রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র পদে নির্বাচন করতে মনোনয়ন সংগ্রহ করেন দলীয় কর্মীরা। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে দুই মেয়াদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য ছিলেন ছাত্রলীগ থেকে উঠে এই নেতা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন