হোম রাজনীতি লক্ষ্মীপুরে চারটি আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত লক্ষ্মীপুরের চারটি আসন থেকে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের দুজন জাতীয় পার্টি এবং একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

দুপুরে স-শরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন। বিকেলে জমা দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ। এরপর লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফরিদুন্নাহার লাইলীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত লক্ষ্মীপুর-১ আসন থেকে ৯ জন, লক্ষ্মীপুর-২ আসন থেকে ১০ জন, লক্ষ্মীপুর-৩ আসন থেকে ১৪ জন এবং লক্ষ্মীপুর-৪ আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন