হোম রাজনীতি শ্রম প্রতিমন্ত্রীকে মনোনয়ন না দেওয়ায় খুলনায় সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া

রাজনীতি ডেস্ক:

খুলনা-৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করেছেন তার কর্মী-সমর্থকরা।

রোববার বিকেল সাড়ে ৪টায় খুলনা-যশোর মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। সড়কে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় দুই পাশে শতাধিক যানবাহন আটক পড়ে।

প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের সিনিয়র নেতারা নেতাকর্মীদের সরিয়ে নেন।

এদিকে আজ সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং খুলনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানে না, তারা আওয়ামী লীগের কেউ না।

আজ সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন