সংকল্প ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। রবিবার (২৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডস্থ পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনয়ন লাভ করেছেন সুমি ইসলাম, সাতক্ষীরা-২ (সদর) আসনে মোস্তফা ফারহান মেহেদী সাতক্ষীরা-৩ (আশাশুনি -দেবহাটা-কালিগঞ্জ) আসনে তরুণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী কবি রুবেল হোসেন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনে বিশিষ্ট সার্জন অধ্যাপক ড. আসলাম আল মেহেদী দলীয় মনোনয়ন লাভ করেছেন। তৃণমূল বিএনপির একটি বিধ্বস্ত সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব প্রার্থীরা সোনালী আশ প্রতিক নিয়ে প্রতিদ্বন্বিতা করবেন।
উল্লেখ্য, গত ১৮ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে ৪৫৬ টি মনোনয়ন ফরম বিক্রি করে তৃণমূল বিএনপি। এর মধ্যে সাতক্ষীরার ৪ টি আসনের বিপরীতে মোট ৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করে।