রাজনীতি ডেস্ক:
সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে তপশিল বাতিলের দাবিতে চলমান অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
আজ রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে যুবদলের পৃথক একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি দ্রুত শেষ করা হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক মিয়া মো. রাসেল, সহসাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দীন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহসাংগঠনিক দেওয়ান অলিউদ্দীন সুমন, সহসাংগঠনিক সম্পাদক সাখায়াত হোসেন চয়ন, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সহক্রীড়া সম্পাদক আমান উল্যাহ বিপুল, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুসাব্বির সাফি, সদস্য মিজানুর রহমান সুমন, হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান শামীম, হেদায়েত হোসেন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, মোরশেদ আলম, যুবদল নেতা ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, রাশেদ আল আমিন শুভ, সাইফুল বাছির সোহেল প্রমুখ।