ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাতের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রোববার (২৬ নভেম্বর) দুপুর ১টায় কৃষক প্রশিক্ষন কক্ষে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সংকর কুমার মজুমদার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আ. সামাদ, সদ্য পদোন্নতিজনিত বিদায় অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, জেলা প্রশিক্ষক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সাবেক কৃষি সম্প্রসারণ কৃষি কর্মকর্তা শারমিন শামীম। মানপত্র পাঠ করেন উপসহাকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপসহাকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা (অব:) মো. হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল, উচ্চমান সহকারী খন্দকার মোকারম হোসেন, ডিলার তুষার কান্তি কুন্ডু, লিড ফার্মার শেখ আ. মুনসুর প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, ডিলার, লিড ফার্মার, কৃষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।