হোম রাজনীতি জাতীয় পার্টির ১৫১০ মনোনয়নপত্র বিক্রি, আয় সাড়ে ৪ কোটি

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের কাছে তিন দিনে ১ হাজার ৫১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় পার্টি (জাপা)। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা।

বুধবার (২১ নভেম্বর) দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৃতীয় দিন পর্যন্ত ১ হাজার ৫১০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর ৫৫৭ টি, ২১ নভেম্বর ৬২২টি এবং আজ ৩৩১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এ থেকে ৪ কোটি ৫৩ লাখ টাকা আয় হয়েছে।

এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

এরআগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন