হোম জাতীয় বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

জাতীয় ডেস্ক:

বগুড়ায় চোর সন্দেহে জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন: সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামের আশরাফুল ইসলাম, মটু ইসলাম এবং সিয়াম হোসেন। তারা যথাক্রমে মামলার এক, দুই ও তিন নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মটুর বাড়িতে প্রবেশ করে জয়। জয়ের উপস্থিতি টের পেয়ে মটুর বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। এসময় ভয়ে জয় একটি গাছে উঠলে মটু ও আশরাফুল তাকে গাছ থেকে নামিয়ে মারধর শুরু করে। চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকাবাসী সবাই জয়কে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ জানান, কিশোর জয় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা স্বাধীন বাদী হয়ে ১০ জন নামীয় এবং অজ্ঞাত ২০জনকে আসামিকে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার মূল তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে, রোববার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার কিশোর ছেলে জয় ইসলামকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন