কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে সোমবার (২০ নভেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টায় সোহরাওয়ার্দী পার্ক ময়দানে অবস্থিত বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ডের সদস্যদের নিয়ে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে অবস্থিত জাতির জনক স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯ টায় মহৎপুর সরকারি কবরস্থানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইউ,পি সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও ২০ নভেম্বর কালিগঞ্জ মুক্ত দিবসের উপর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইন চার্জ মামুন রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা ওজিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী প্রমুখ। আলোচনা সভা শেষে বেলা ১২ টায় সোহরাওয়ার্দী পার্ক ময়দানে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য লাঠিখেলা অনুষ্ঠিত হয়। বেলা দেড়টায় কালিগঞ্জ থানা মসজিদে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় বীর মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ডের সৌজন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রীতিভোজ এর আয়োজন করা হয় সন্ধ্যা ছয়টা স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।