হোম রাজনীতি ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রদলের মিছিল

রাজনীতি ডেস্ক:

নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের আহ্বান জানান। বলেন, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-ক্রীড়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান, মাজহারুল আমিন তমাল, মীর মশাররফ হোসেন হল ছাত্রনেতা মিজানুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রনেতা সাব্বির আহমেদ, সালমান আহম্মেদ, মেহেদী হাসান।

মিছিল শেষে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। যেকোনো মূল্যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন ঠেকানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন