স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটের ২২ গজে সাকিব আল হাসান দেখিয়েছেন জাদু, ছড়িয়েছেন বিস্ময়। কখনও ব্যাট হাতে কখনও বল হাতে বুঁদ করে রেখেছেন ক্রিকেট দুনিয়াকে। তাতে হয়েছেন বিশ্বসেরা। এবার তারকা এই ক্রিকেটার নেমেছেন রাজনীতির মাঠে। নেমেই হ্যাটট্রিক করেছেন তিনি।
শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাকিব। এছাড়াও মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তাতে রাজনীতির মাঠে নেমেই ভিন্ন রকমের হ্যাটট্রিক করে বসলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের নাম লেখানোর গুঞ্জন উঠেছিল। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত পাল্টে ক্রিকেটেই মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ২০১৮ সালে। সে সময়ে জানিয়েছিলেন, আপাতত খেলার মাঠেই থাকতে চান, ভোটের মাঠে নামার কথা ভবিষ্যতে ভাববেন। এখন সেই ‘ভবিষ্যতে ভাবার’ বিষয়টি বাস্তবে রূপ নিয়েছে।
গত নির্বাচনে নিজ এলাকা মাগুরা-১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়েছিলেন সাকিব। তবে এবার তিনি মাগুরা-১ এর পাশাপাশি মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের জন্য লড়াইয়ে নেমেছেন। সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শেষ করে দেশে ফিরে এভাবেই যেন ভক্তদের চমকে দিলেন।
প্রসঙ্গত, সাকিব আল হাসান বাদেও বাংলাদেশি বেশ কয়েকজন ক্রিকেটার রাজনীতির মাঠে নাম লিখিয়েছেন। গত নির্বাচনে মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে আরেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন।