জাতীয় ডেস্ক:
পঞ্চগড়ের আটোয়ারীতে নিয়োগ পরীক্ষা নেয়ার সময় স্থানীয়দের তোপের মুখে একটি বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
নিয়োগ পরীক্ষা শুরুর আগেই তা বাতিলের দাবিতে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ডাংগীর হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়টিতে শনিবার দুপুরে আয়া ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে বিদ্যালয়ের জমিদাতা হাজেরা খাতুন নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ শুরু করেন।
হাজেরা খাতুনের অভিযোগ , ২২ বছর আগে বিদ্যালয়ে ৩৭ শতক জমি দান করেন তিনি। সে সময় বিদ্যালয় কমিটি ও প্রধান শিক্ষক তার পরিবারের এক সদস্যকে বিদ্যালয়ে চাকরি দেয়ার আশ্বাস দেন। দীর্ঘ ২২ বছর পর বিদ্যালয়ের আয়া ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়। সেখানে তার মেয়ে মোস্তাকিমা বেগম আয়া পদে আবেদন করেন। কিন্তু ওই পদে চাকরির জন্য গোপনে তার কাছে ৮ লাখ টাকা দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও সহকারী শিক্ষক আব্দুল জব্বার।
হাজেরা খাতুন তিন লাখ টাকা দিলেও অন্য প্রার্থীর কাছ থেকে এর বেশি টাকা পেয়ে গোপনে তাদের নিয়োগ নিশ্চিত করাা অভিযোগ পাওয়া যায়।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, জমির বিনিময়ে চাকরি দেয়ার নামে গত ২২ বছর আগে একটি রেজুলেশন করা হয়। কিন্তু পরে জানতে পারি বিষয়টি অবৈধ। তাই আমাদের নিয়োগ প্রকাশ হওয়ার পর ওই পরিবারের সদস্যদের আবেদন করতে বললে আজকে পরীক্ষা নেয়ার কথা ছিল। এর মাঝে এই পরিস্থিত তৈরি হয়েছে।
তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন সহকারী শিক্ষক আব্দুল জব্বার।
নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলে আলোচনার মাধ্যমে পরীক্ষা স্থগিত করেন আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান।
তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।