হোম অন্যান্যসারাদেশ মনপুরার মেঘনায় অতি জোয়ারে ফের প্লাবিত নিম্নাঞ্চল

মনপুরার মেঘনায় অতি জোয়ারে ফের প্লাবিত নিম্নাঞ্চল

কর্তৃক
০ মন্তব্য 107 ভিউজ

মনপুরা (ভোলা) :

ভোলার মনপুরায় অতি বর্ষণে ও পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ায় মূল ভ’-খন্ডের হাজিরহাট ইউনিয়নের দাসের হাট ও সোনার চর এলাকার নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়াও উপজেলা থেকে বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন কলাতলীর চর ও চর নিজামেও ২-৩ ফুট জোয়ারে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে তৃতীয় দিনও প্লাবিত এলাকার নিম্নাঞ্চলবসবাসরত আনুমানিক ৩ হাজার মানুষ দিনে-রাতে দুইবেলা পানিবন্দি অবস্থায় ছিল।

এদিকে মেঘনার পানি অতি বর্ষণ ও পূর্নিমার প্রভাবে বিপদসীমার ৬ সেণ্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা (পাউবো)।

সরেজমিনে পানিবন্দি এলাকার দাসেরহাট, সোনার চর এলাকায় ও বিচ্ছিন্ন কলাতলীর চর এবং চরনিজামে মুঠোফোনে ৫০ এর উপরে বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, তৃতীয় দিনেও অতি বর্ষণে ও পূর্ণিমার প্রভাবে ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তবে রাতে জোয়ারের পানি বেশি হওয়ায় অনেকের ঘরে পানি প্রবেশ করেছে। দিনে-রাতে দু’বেলা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় দূর্ভোগে পড়েছেন তারা। প্লাবিত এলাকায় আনুমানিক ৩ হাজার মানুষ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, অতি বর্ষনের ও পূর্ণিমার প্রভাবে মেঘনার বিপদসীমার উপর প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। তবে পূর্ণিমার প্রভাব আজকালের মধ্যে শেষ হলে মেঘনায় জোয়ারের পানি বিপদসীমার নিচে নেমে গেলে নিম্নাঞ্চল জোয়ারের পানি প্রবেশ করবেনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন