স্পোর্টস ডেস্ক:
চলমান ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছেন বিরাট কোহলি। একের পর এক কৃর্তিতে রেকর্ডের খাতা ওলট-পালট করেই চলছেন ভারতীয় রান মেশিন। ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯তম শতকের রেকর্ড টপকে নিজেকে অনন্য উচ্চতায় তুললেন কোহলি। এমনকি এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ডও ভাঙলেন এই ব্যাটার।
বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্যারিয়ারের ‘পঞ্চাশতম’ শতক তুলে নিয়েছেন বিরাট কোহলি। এ শতক নিয়ে শচীনকে ছাড়িয়ে যান সাবেক ভারতীয় অধিনায়ক।
মোহালি, সিডনি ও ম্যানচেস্টারে ভক্তদের হৃদয় ভেঙেছিলেন কোহলি। তবে মুম্বাইয়ে এসে তাদের সব প্রত্যাশা পূরণ করলেন ৩৫ বছর বয়সী ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে আসরের প্রথম সেমিফাইনালে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৫০তম শতক পূরণ করেন কোহলি। এছাড়াও ‘ক্রিকেট ইশ্বর’-এর এক বিশ্বকাপে সর্বোচ্চ ফিফটি ও সর্বোচ্চ রানের রেকর্ডও ভাঙেন ডানহাতি এই ব্যাটার।