হোম অন্যান্যসারাদেশ সুন্দরবনের সম্পদ রক্ষায় খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু

সুন্দরবনের সম্পদ রক্ষায় খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

খুলনা অফিস :

সুন্দরবনের বন দস্যু দমন, নদী ও খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ এবং বাঘ, হরিণ শিকার প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে খুলনা জেলা পুলিশ। রোববার সকাল ১০ টায় কয়রা উপজেলার কাটকাট লঞ্চঘাট থেকে এ অভিযান শুরু হয়।

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্যাহ (বিপিএম) এর সার্বিক তত্ববধানে অভিযানের নেতৃত্বে রয়েছেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন।

সুন্দরবন কেন্দ্রীক বন দস্যু দমন ও বিষ দস্যুতা বন্ধ না হওয়া পর্যন্ত বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনকে আমরা সেই রকম একটি সুন্দরবন রূপান্তরিত করবো যেটি অর্থনৈতিক কর্মকান্ড থেকে শুরু করে সমস্ত কর্মকান্ডের কেন্দ্র বিন্দু হবে।

সেটি করতে গেলে শুধু সুন্দরবনে বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে নয়, যারা বন-দস্যুতা করে, বাঘ-হরিণ শিকার করে তাদের প্রতি আমাদের কঠিন নিষ্ঠুরতা থাকবে। বন অপরাধ যারা করে তাদের সবার প্রতি আমাদের একটাই কথা থাকবে তোমরা ভালোর পথে ফিরে আসো, নয়তো তোমাদের কষ্ট ভোগ করতে হবে।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, সুন্দরবনে পুলিশের বিশেষ অভিযানে কিছু হরিণ ধরার ফাঁদ ও সরঞ্জাম সহ বিষ দিয়ে মাছ ধরার আলামত উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় তাদের এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন