রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক সংলাপে বসতে আওয়ামী লীগ রাজি বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তবে কার সঙ্গে সংলাপ হবে সেটাই এখন বড় প্রশ্ন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি। তবে কার সঙ্গে সংলাপ হবে, সেটি নিয়ে প্রশ্ন আছে।’
শর্তহীন সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধুদেশ যদি পরামর্শ দেয়, আমরা সেটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। যদি মনে করি সেটি দেশের জন্য মঙ্গলজনক, সেটি আমরা বিবেচনা করি।’
তবে পরামর্শ দেশের জন্য বাস্তবসম্মত কি না সেটিও বিবেচনা করার কথা বলেন তিনি।
ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং তারা অত্যন্ত পরিপক্ব। তারা যা বলে তাতে আমাদের দ্বিমত নেই।’