হোম আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পে কাঁপল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

শ্রীলঙ্কায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে দেশটির দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগর এলাকায় আঘাত হানে ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এদিন শ্রীলঙ্কা ছাড়াও ভূমকম্পন অনুভূত হয়েছে ভারতেও।

এনসিএস জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে লাদাখের কার্গিল অঞ্চলও ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

এর উৎপত্তিস্থল ছিল কারগিল খেকে ৩১৪ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এর আগে, গত ৩ নভেম্বর নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারান দেড় শতাধিক মানুষ। আহত হন চার শতাধিক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন