নড়াইল অফিস:
দেশের ১৮৭ পি প্রকল্পের একাযোগে ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নড়াইলে কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে লোহাগড়ার এড়েন্দা-মানিকগঞ্জ বাজার সেতু,নড়াইল সদরের নাসিং কলেজ,সদরে প্রকৌশলী হাতেম আলী খান ইঞ্জিনিয়ারিং কলেজ,কালিয়ার সাবরেজিষ্ট্রি অফিস। এছাড়া আশ্রয়ন প্রকল্পের ৫ম পর্যায়ের গৃহ নির্মানমকয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মান ও কয়েকটি কমিউনিটি ক্লিনিক।
মঙ্গলবার(১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ কবিরুল হক মুক্তি,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার সাদিরা খাতুন,জেলা পরিষদ চেয়ারম্যান এড.সুবাস চন্দ্র বোস,সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিন,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.নাহিদ পারভেজ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগন ও সুধী সমাজের লোকেরা।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নড়াইল-১ আসনের সংসদ কবিরুল হক মুক্তি,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা,জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীসহ উপস্থিত অতিীতরা ভূমিহীন পরিবারের মাঝে বাড়ির দলিল হস্থান্তর করেন।