হোম খুলনানড়াইল নড়াইলের চাচুড়ী খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নড়াইল অফিস:

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী বাজারের উত্তর পাশে খালের জায়গা ভরাট করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন ভেঙে দিচ্ছে এই সকল অবৈধ স্থাপনা । শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার চাচুড়ী বাজারের উত্তর পাশে ৩০ নম্বর কৃষ্ণপুর মৌজার সরকারের ১নং খাস খতিয়ানের ৩৪৩৭ দাগের জমির উপর অবৈধভাবে নির্মাণ করা হয় স্থায়ী-অস্হায়ী স্থাপনা। অবৈধ দখল উচ্ছেদ, সরকারি জায়গা উদ্ধার করা ও খাল পাড়ে মানুষের চলাচলের উপযোগী করতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ জনের মালিকানায় ১৪ টি স্থাপনার বিভিন্ন অংশ ভাঙ্গা হচ্ছে।

অভিযানে সহযোগিতা করেন পাউবো, ভূমি অফিস ও সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া কালিয়া থানার পুলিশ ও আনসার সদস্যরাও অভিযানে আংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন, বাজার এলাকায় অবৈধভাবে খাল ভরাট করে স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। তাঁদেরকে বার বার নোটিশ দেয়া হলেও তাঁরা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। সেকারণে সকাল থেকেই অভিযান পরিচালনা করে অবৈধ দখল করা খালটির সরকারি জায়গা উদ্ধার করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন