জাতীয় ডেস্ক:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম আগের চেয়েও বর্তমানে বেশি দৃশ্যমান বলে জানিয়েছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।
রোববার (১২ নভেম্বর) ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অধিদফতরের সর্বোচ্চ ফোরাম জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের ২৬তম সভায় এ কথা বলেন ক্যাব সভাপতি।
তিনি বলেন, ভোক্তা অধিকারের কার্যক্রম পূর্বের চেয়েও বর্তমানে অধিকতর দৃশ্যমান। এছাড়া সাম্প্রতিক সময়ে বাণিজ্য মন্ত্রণালয় ডিম ও আলু আমদানির ব্যবস্থা নেয়ায় ডিম ও আলুর দাম এখন নিম্নমুখী। যা প্রশংসনীয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস আহমেদ ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করার কথা উল্লেখ করে বলেন, মেট্রোরেল, কক্সবাজারের আইকনিক রেলস্টেশন ইত্যাদি নতুন উদ্বোধনকৃত মেগা প্রকল্প এলাকায় ভোক্তা-অধিকার বিষয়ক ডিজিটাল বিলবোর্ড স্থাপনের মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, পরিষদ চাইলে বিভিন্ন বাজার সমিতির মাধ্যমে ভোক্তা-অধিকার বিষয়ক বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নেয়া যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ দোকান মালিক সমিতি এর বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান প্রমুখ।