বাণিজ্য ডেস্ক:
বিটিআরসির নির্দেশনা মেনে ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক।তবে দাম কমানোর ব্যাপারে এখনও গড়িমসি করছে বাকি তিন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।
গত ৫ নভেম্বর মোবাইল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ইন্টারনেটের কিছু প্যাকেজের দাম শুক্রবারের (১০ নভেম্বর) মধ্যে কমানোর নির্দেশনা দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ নিয়ে পরে বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে অপারেটরগুলোকে চিঠিও দেয়া হয়।
সেই নির্দেশনা মেনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। ৭ দিন মেয়াদে ১ জিবি ডেটার দাম ২১ টাকা এবং ২ জিবি ৩৬ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ৩০ দিন মেয়াদি ২ জিবি ডেটার দাম ৯৩ টাকা এবং ৩ জিবি ১৩৯ টাকা ধার্য করেছে অপারেটরটি।
মন্ত্রী ও বিটিআরসির নির্দেশনা মেনে বেসরকারি তিন অপারেটর কোম্পানি ইন্টারনেটের দাম কমাবে কি না, তা জানতে উন্মুখ হয়ে আছেন গ্রাহকরা। অপারেটরদের কার্যক্রমের দিকে তাকিয়ে আছে বিটিআরসিও।
শুক্রবার রাত ১২টা সময় শেষ হলেও বিকেল পর্যন্ত গ্রামীণফোন, বাংলালিংক ও রবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে অনেকেই আশা করছেন শনিবার (১১ নভেম্বর) থেকে ইন্টারনেট প্যাকেজে কিছুটা সংশোধন আনতে পারে তারা।