হোম রাজনীতি গাড়িতে আগুন দেয়ার সময় পেট্রোলবোমাসহ দুই বিএনপি নেতা আটক

রাজনীতি ডেস্ক:

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেয়ার সময় দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরানো কাপড় পাওয়া যায়। পুলিশ বলছে, আগুন লাগানোর এসব উপকরণ নিয়ে তারা নাশকতার উদ্দেশ্যে সড়কে বের হয়েছিল। তখন তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন: হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর অবরোধ পরিস্থিতি ছিল অনেকটা ঢিলেঢালা৷ বানানী, শাহবাগ, পল্টন, মিরপুরসহ মোড়ে মোড়ে ছিল যানজট। তবে বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, প্রবেশ করতেও দেখা যায়নি৷ রাজধানীর ভেতরে গণপরিবহন চললেও চাহিদার তুলনায় কম ছিল বলে কিছুটা ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ৷

রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে তল্লাশি চালানো হয় পুলিশের পক্ষ থেকে৷ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল দেয় বিজিবি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন