হোম খেলাধুলা ইংল্যান্ড দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন মরগান

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এউইন মরগান। সাবেক ইংলিশ অধিনায়কের মতে, ম্যাচ হারের চাপ নিতে পারছে না বাটলারের দল। সে কারণে গণমাধ্যমকেও এড়িয়ে চলছে তারা। অনুজদের এমন কর্মকাণ্ডে বিরক্ত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। টিম ম্যানেজম্যান্টের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

যেকোনো দলের হতশ্রী পারফরম্যান্সের প্রভাবটা শুধু ২২ গজেই সীমাবদ্ধ থাকে না। এর তীব্রতা ছড়িয়ে পড়ে ড্রেসিংরুম থেকে মাঠের বাইরের প্ল্যাটফর্মগুলোতেও। এতে বড় একটা রোল প্লে করে গণমাধ্যমগুলো।

বাংলাদেশ দলটার কথাই ধরা যাক। বিশ্বকাপে টানা ম্যাচ হেরে দল যখন বিপাকে, তখন গণমাধ্যমকে যেন এড়িয়ে যেতে পারলেই হাফ ছেড়ে বাঁচে খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। যার জলন্ত এক দৃষ্টান্ত লিটন দাস। গলো সপ্তাহ তিনেক আগে গণমাধ্যমকে এড়িয়ে চলতে গিয়ে অপেশাদারিত্ব দেখিয়েছিলেন এই ওপেনার। এ নিয়ে অবশ্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন লিটন। এরপর সাকিবের মুম্বাই থেকে দেশে উড়ে আসার খবরও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিবি।

গণমাধ্যমকে এড়ানোর এমন দৃশ্যটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বর্তমান চ্যাম্পিয়নদের বেলায়ও অভিন্ন চিত্র। এবারের বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে সেমিফাইনালের দৌড় থেকে শুরুতেই ছিটকে গিয়েছে জস বাটলাররের দল। ফলে এ দলকে নিয়ে নানা প্রশ্নের জন্ম দেখা দিয়েছে সবার মাঝে। তাইতো গণমাধ্যমের মুখোমুখি হতে অনেকটাই সতর্ক থ্রি লায়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর প্রেস কনফারেন্সে পাঠানো হয় সহকারী কোচ কার্ল হোপকিনসনকে। টানা ৫ ম্যাচ হারার পর পোস্ট ম্যাচে অধিনায়ক বা হেড কোচ না আসায় সিনিয়রদের নিয়ে সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ইয়ন মর্গান।

তিনি বলেন, ‘আমি এটা দেখে অনেক অবাক হয়েছি। দলে যখন কোনো কিছু ঘটে তখন তা গণমাধ্যমে পরিষ্কার এবং দিক নির্দেশনা দিতে হয়। এ ক্ষেত্রে সামনে আসতে হয় সিনিয়র, হেড কোচকেই।’

এছাড়াও টিম ম্যানেজমেন্ট দায়িত্ব হারাচ্ছে নাকি তা নিয়েও প্রশ্ন তুলেন এই ধারাভাষ্যকার।

তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে এসব দেখে আপনি বলতেই পারেন টিম ম্যানেজমেন্ট কি তাদের দায়িত্ব এড়াচ্ছেন? দলের এমন খারাপ সময়ে তাদের দায়িত্ব নিজেদের নিতে হবে।’

বিশ্বকাপের সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইডেনে মাঠে নামবে ইংল্যান্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন