হোম খুলনাসাতক্ষীরা নানা আয়োজনে সাতক্ষীরায় প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি :

নাচ,গান, কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক প্রথম আলোর ২৫ তম প্রতিষ্ঠা উদযাপন করা হয়েছে। প্রথম আলো বন্ধু সভার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক অধ্যক্ষ অহেদুজ্জামান, সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, কলেজ অব বিজনেস এন্ড টেকনিক্যাল এডুকেশনের শিক্ষক ভারতেশ্বরী বিশ্বাস, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ¦ল, সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইয়ারব হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস।

বক্তারা বলেন, সত্য তথ্য প্রকাশে প্রথম আলোর বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রথম আলো মানুষের মন জয় করেছে। বক্তারা এ সময় প্রথম আলোর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন