জাতীয় ডেস্ক : বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ সোমবার (৬ নভেম্বর) বুড়িগঙ্গা নদীতে ব্যতিক্রমী মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
এদিন দুপুরে মৎস্যজীবী দল বুড়িগঙ্গা নদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তি এবং সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে সড়কপথ রেলপথ ও নৌপথ অবরোধ চলাকালে বুড়িগঙ্গা নদীতে নৌপথ অবরোধের পক্ষে ট্রলারে চড়ে বিক্ষোভ মিছিল করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, মো. শাহ আলম, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, হাজি আবু বকর সিদ্দীক, মাহবুব আলম সিকদার, এইচ এম আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব কে এম সোহেল রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর রহমান ভূঁইয়া, মহানগর নেতা শাহাদাত হোসেন, ফতুল্লা থানার সভাপতি রাসেল প্রধান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম প্রমুখ।