হোম অন্যান্যসারাদেশ পিরোজপুর থেকে বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাঁই’ বিক্রি করতে গিয়ে পিতা-পুত্র খুন

পিরোজপুর থেকে বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাঁই’ বিক্রি করতে গিয়ে পিতা-পুত্র খুন

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরের নাজিরপুর থেকে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে বরিশালের বাকেরগঞ্জে গিয়ে পিতা-পুত্র খুন হয়েছেন। শনিবার (০৪ জুলাই) বেলা ১১টার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে পিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পান্ডব নদীর তীর থেকে ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০)। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য শেরে-ই-বাংলা মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার বিকেলে নিহত হেলাল উদ্দিনের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, হেলাল উদ্দিন এবং তার ছেলে ইয়াসিন ‘মায়ের পরশ’ নামক একটি ষ্ট্রীলবডি ট্রলার নিয়ে মাছ ধরা ‘চাঁই’ বিক্রি করতে বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি বাজারে আসেন। চাঁই বিক্রি শেষে ফেরার পথে পান্ডব নদীর মধ্যে তারা খুন হয়।

চাঁই বিক্রি করতে যাওয়া একই গ্রামের বাসিন্দা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস চাই বিক্রি করে। ওই বিক্রিকৃত চাঁই পৌঁছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ-খবর পাইনি। পরে শুনি তাদের লাশ নদীতে পাওয়া গেছে। নিহতদের ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদশর্ক (তদন্ত) নকীব আকরাম জানান, নিহত হেলাল উদ্দিনেস্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে

সম্পর্কিত পোস্ট

মতামত দিন