হোম বিনোদন চঞ্চল ভাইকে এভাবে কখনও পর্দায় দেখা যায়নি: ফারিণ

বিনোদন ডেস্ক:

সব অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২ নভেম্বর লন্ডনের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার প্রদর্শিত হলো সৃজিত মুখার্জি নির্মিত ‘পদাতিক’ সিনেমার প্রথম প্রদর্শন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুক্রবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। পোস্টে তিনি চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমাটি দেখেছেন বলে জানিয়েছেন।

এ সময় ফারিন আরও লেখেন, আমার প্রথম ছবি ‘আরো এক পৃথিবী’র প্রমোশনের জন্য যখন কলকাতা যাই তখন চঞ্চল চৌধুরী ভাই ‘পদাতিক’র শুটিং করছিলেন। জীবন চক্রাকার।’

তিনি লেখেন, সৃজিতদার আরেকটি পরিশীলিত কাজ যেখানে মৃণাল সেনের শুধু জীবন নয় বরং তার পরিচালনার ধরন, সিনেমা, দর্শন, আদর্শ সবকিছুর মেলবন্ধন ঘটেছে। সেই সাথে কোথায় যেন নিজের বিবেকের মুখোমুখি হতে হয়। আয়নায় নিজ প্রতিবিম্ব ফুটে ওঠে।

সবশেষ তিনি লেখেন, ‘আর চঞ্চল ভাইকে এভাবে কখনও পর্দায় দেখা যায়নি। এটি চঞ্চল ভাইয়ের আরেকটি গ্রাউন্ড ব্রেকিং পারফরমেন্স। এমন তীক্ষ্ণ অভিনয় সচরাচর দেখা মেলে না। পুরো টিমকে সাধুবাদ। সিনেমাটি নতুন বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, অথচ আমার আর তর সইছে না।’

জানা গেছে, মৃণাল সেন নির্মিত ‘পদাতিক’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। সেই একই নামে তার বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় রয়েছেন কলকাতার মনামী ঘোষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন