হোম জাতীয় ছুটির দিনে বঙ্গবন্ধু টানেলে গাড়ির চাপ, ভেতরে সেলফি!

জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু টানেলের ভেতর ও বাইরে সৃষ্টি হয়েছিলো দীর্ঘ যানজটের। এ সময় আটকে ছিল শত শত গাড়ি। ছুটির দিন হওয়াতেই এই যানজট বলে মনে করছেন স্থানীয়রা।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নদীর নিচে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলে এমন দৃশ্য দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটে ভেতরে অনেকগুলো গাড়ি আটকে ছিল। মানুষ গরমের কারণে গাড়ি থেকে নেমে যান। টানেলের ভেতর ছবি তোলা নিষিদ্ধ হলেও এই সুযোগে ছবি তুলেছেন অনেকে।

শুধু টানেলের ভেতরেই নয় পতেঙ্গা ও আনোয়ার দুই প্রান্তে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে কিছুটা ভোগান্তিতে পড়ে মানুষজন।

রিগান নামে এক পথচারী জানান, অনেকক্ষণ আমরা আটকে ছিলাম যানজটের কারণে। ভেতরে গরম। কিছুক্ষণ পরে বের হয়েছি।

টোল প্লাজার ম্যানেজার বেলায়েত হোসেন জানান, ছুটির দিন তাই সন্ধ্যার পর যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টা খানিক পর স্বাভাবিক হয়ে যায়।

টানেল উদ্বোধনের পর কয়েকটি বিপত্তিকর ঘটনা ঘটে গেছে। এরই মধ্যে বঙ্গবন্ধু টানেলে মধ্যরাতে বেপরোয়া ও বিপজ্জনকভাবে কার রেসিংয়ের ঘটনায় ঘটে। ঘটনার সাতটি কারণ চিহ্নিত করে মামলা করেছে টানেল কর্তৃপক্ষ। এর আগে অনেক গাড়ি ভেতরে নষ্ট হওয়ার ঘটনাও ঘটে। উদ্বোধনের পর দিন আনোয়ারা প্রান্তের টোল প্লাজায় প্রাডো গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় রেলিং।

২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর ২৯ অক্টোবর ভোর থেকে শুরু হয় যান চলাচল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন