হোম জাতীয় যাত্রীবাহী বাসে ৪ কেজির বেশি হেরোইন

জাতীয় ডেস্ক:

কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাড়কের কক্সবাজারের বাংলাবাজারে অভিযান চালিয়ে এ হেরোইন জব্দ করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। পরে মালিকবিহীন একটি ব্যাগ থেকে চার কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন