হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের ভৈরব নদীতে ভাটি হলেও জেগে উঠে ওয়াসার পাইপ

ফকিরহাটের ভৈরব নদীতে ভাটি হলেও জেগে উঠে ওয়াসার পাইপ

কর্তৃক
০ মন্তব্য 122 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট বাসীর দীর্ঘদিনের দাবী ছিল ভৈরব নদী খনন। অবশেষে সেই দাবী পূরণ হয়েছে। মৃতপ্রায় নদীতে যেন যৌবন ফিরে পেয়েছে। বর্তমানে উক্ত নদীতে শুরু হয়েছে জোয়ার-ভাটা। যা দেখার জন্য প্রতিদিন নদীর পাড়ে উৎসুক জনতা ভিড় করে থাকেন। কিন্তু ভাটি হলেই ফকিরহাট-মুলঘর সংযোগ সেতুর নীচে জেগে উঠে ওয়াসার পাইপ।

ফলে নদীর নাব্যতা হ্রাস হওয়ার পাশাপাশি ভাটির সময় মালবাহী নৌকা ও ট্রলার যাতায়াতে চরমবাধাগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। অ-পরিকল্পিতভাবে নদীর উক্ত স্থান থেকে ওয়াসার পাইপ নেওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী জানান, বাগেরহাটের ফকিরহাট ভৈরব নদীটি সদ্য নতুন করে খনন করা হয়েছে। কিন্তু মোল্লাহাটের মধুমতী নদী থেকে খুলনা শহরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি মোটা পানির পাইপ বিশ্বরোড সংলগ্ন ব্রিজের নিচে নদীর ভেতর থেকে নেয়া হয়েছে। যখন ওয়াসা কর্তৃপক্ষ এই পানির পাইপটি এখানে বসিয়েছিলো তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কাজে বাধাও দিয়েছিল।

কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ কারো কথা তোয়াক্কা না করে তারা এই পাইপটি অগভীর করে দায়সারাভাবে বসিয়ে গেছে বলে স্থানীয়রা দাবী করেন। এমতবস্থায় এই মুহূর্তে নদীতে জোয়ার ভাটা শুরু হয়ে যাওয়ায় উক্ত পাইপটির জন্য নদীতে আবারো পলি পড়ে নাব্যতা হ্রাসের আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।

তাছাড়া এই নদী দিয়ে এখন কোন নৌকা বা ট্রলার গেলেও সাধারণ চলাচলে যেমন বাধাগ্রস্ত হবে তেমনি দুর্ঘটনা কবলিত হয়ে ক্ষতির আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে নদী খননের একজন ঠিকাদারের সাথে কথা বলা হলে তিনি জানান, ওয়াসা কর্তৃপক্ষকে তারা একটি লিখিত চিঠির মাধ্যমে পাইপ সংক্রান্ত বিষয়টি অবহিত করেছেন তবে এখনো তাদের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় সচেতন মহল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন