তানভীর আনজুম, জবি প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। একদল দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণ যাদের চাইবে তারাই ক্ষমতায় আসবে।
বুধবার (১ নভেম্বর) বিএনপি-জামাতের আগুন জ্বালাও পোড়াও অবরোধের বিরুদ্ধে ঢাকা-৭ লালবাগ চকবাজার বংশাল ও কোতয়ালী থানা আওয়ামীলীগের উদ্যোগে রাজধানীর চকবাজারে এক প্রতিবাদ সভা ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোস্তফা জালাল বলেন, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব আরো বেশি শক্তিশালী। আমাদের নেত্রীর ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত বইছে। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। মানুষের ভোগান্তি কমেছে। শেখ হাসিনার সাফল্য চোখে পড়ার মতো। বঙ্গবন্ধু কন্যার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
তিনি বলেন, বিএনপি-জামাত আগুন জ্বালাও পোড়াও অবরোধ করছে। তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি। জনগণ আমাদের পাশে আছে। বিগত নির্বাচনগুলোতে এর বহিঃপ্রকাশ ঘটেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন, ফখরুল সাহেবের সাথে একদিন দেখা হয়েছিল। আমি বললাম আন্দোলন কবে শুরু করবেন। তিনি বললেন ঈদের পরে। তারপর ঈদ চলে গেল। জনগণকে এভাবে ধোকা দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌছানো যাবে না।
মোস্তফা জালাল আরও বলেন, আমরা শেখ হাসিনার কর্মী জনগণের জন্য কাজ করি। জনগণের সেবাই উদ্যেশ্য। শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আপনাদের সকলকে নিয়ে অভীষ্ট অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবো। একসাথে কাজ করবো।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শারফুদ্দিন আহমেদ সেন্টু বলেন, আমরা সকলে শেখ হাসিনার কর্মী। তিনি থাকবেন সংসদে আর আমরা থাকবো রাজপথে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা একযোগ হয়ে কাজ করবো।
এছাড়াও প্রতিবাদ সভা ও মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিন খান আযম সহ লালবাগ চকবাজার বংশাল কোতোয়ালি থানা আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নেতৃদ্বয়ের বক্তব্য শেষে মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে চকবাজারের চক সার্কুলার রোড হতে একটি র্যালি শুরু হয়ে বাবুবাজার ব্রিজে গিয়ে শেষ হয়। র্যালি চলাকালীন নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে নৌকার জন্য ভোট চান।